Wednesday , November 25 2020
Breaking News
Home / Education / বিসিএস প্রিলিতে ভালো ফলাফল করার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন

বিসিএস প্রিলিতে ভালো ফলাফল করার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন

লেখাটি সম্পূর্ণ পড়বেন। নিচে শুধু বিষয়ভিত্তিক বই নয় সাথে দেওয়া আছে কোন বিষয়ে কি কি পড়বেন। প্রতি বিষয়ের বইয়ের তালিকার সাথে দেওয়া আছে পূর্ণাঙ্গ গাইডলাইন।

আমার মুখস্তবিদ্যা তেমন একটা ভালো না। আর জীবনে সিরিয়াসলি পড়াশুনাও তেমন একটা করি নাই। যদিও আমাদের জীবনে বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টটাকেই আমরা সবচেয়ে বেশী টাফ মনে করে থাকি এবং আমিও তাই ভাবতাম। কিন্তু আমার মনে হয় এরচেয়ে লাইফে প্রতিযোগীতামূলক পরীক্ষা বিসিএস। মাঝে সিনিয়র ভাইদের কাছে শুনতাম যে বুয়েটিয়ান রা সরকারী চাকুরী তথা বিসিএস এর দিকে তেমন একটা ঝুকে না। তখন খারাপই লাগতো যে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা যারা দেশে আছেন বা থাকবেন তারা কেন সবচেয়ে সম্মানজনক চাকুরী বিসিএস জব করে না।

ইদানিং ভালো লাগছে গত বেশ ক বছর ধরেই বুয়েটিয়ানদের সংখ্যা বিসিএস জবে অনেক বেড়েছে। বিসিএস পরীক্ষা মোট ৩ ভাগে হয়ে থাকে। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বা যোগ্যতা অর্জনের জন্য প্রাক-বাছাই পরীক্ষা বা বিসিএস প্রিলিমিনারীতে অংশগ্রহণ করতে হয়। এইটা বিসিএস পরীক্ষার সবচেয়ে কঠিনতম ধাপ [আমার মনে হয়]। ১০০ টি অবজেক্টিভ দাগাতে হবে ৬০ মিনিটে। প্রশ্ন হবে ৬ টি বিষয়ের উপর। বাংলায় ২০, ইংরেজীতে ২০, গণিতে ২০, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ২০ এবং সাধারণ জ্ঞান [বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী] ১০+১০ = ২০ নম্বর সহ মোট ১০০ নম্বর।

প্রিলিতে পাস করলে লিখিত পরীক্ষায় মোটামুটি সবাই পাশ করেন কারণ ৫০% নম্বর পেলেই পাশ ধরা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ৯০০ নম্বর লিখিত পরীক্ষায় আর টেকনিক্যাল ফিল্ডে দিলে বিষয় ভিত্তিক আরো দিতে হয় ২০০ নম্বরের পরীক্ষা। বাংলা ১ম + ২য় = ২০০ নম্বর; ইংরেজী ১ম + ২য় = ২০০ নম্বর; বাংলাদেশ বিষয়াবলী ১ম + ২য় পত্র = ২০০ নম্বর; আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ নম্বর; সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ৫০ + ৫০ = ১০০ নম্বর এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা = ৫০ + ৫০ = ১০০ নম্বর। আর যে যেই বিষয়ে টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিবে তাদের জন্য সেই বিষয়ে দুই পত্রে ২০০ নম্বরের পরীক্ষা [সিভিল ইঞ্জিনিয়ারিং ১ম + ২য় পত্র = ২০০ নম্বর]

লিখিত পরীক্ষায় ৬৫% পেলে ক্যাডার নিশ্চিত। আর এরপর সবচেয়ে কঠিন ধাপ ভাইবা। কারণ প্রথম দুইধাপ কস্টে শিষ্টে পার হলেও ভাইবা তে অনেকেই বাদ পড়েন/ পড়েছেন।

যেসব ছোট ভাই ও বোনেরা আগে থেকেই বিসিএস চাকুরী করবে বলে ঠিক করেছে তাদের জন্য আমার লেখাটি কাজে লাগবে বলে আশাকরি। প্রিলিতে কিভাবে ভালো করা যাবে তা নিয়ে একটা গাইডলাইন। কাজে লাগবে আশাকরি। গাইড লাইনটি ফলো করলে হয়তো প্রথমবারেই এই প্রিলি বাধা পার হওয়া যাবে।

বিষয়ভিত্তিক আলাদা আলাদা গাইডলাইন দেওয়া আছে।
নিচের লিংকগুলো দেখুনঃ

১) বিসিএস প্রিলির জন্য বাংলা বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন

২) বিসিএস প্রিলির জন্য ইংরেজী বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন

৩) বিসিএস প্রিলির জন্য গণিত বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন

৪) বিসিএস প্রিলির জন্য বিজ্ঞান বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন

৫) বিসিএস প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলীর জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন

৬) বিসিএস প্রিলিতে আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন

বিসিএস প্রিলির জন্য যে সব বই ফলো করা উচিত বলে আমার মনে হয়ঃ

সকল বিষয়ের জন্যঃ
১) ১০ম থেকে ৩৪তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকল বইটি দেখা
২) এসুরেন্স বিসিএস ডাইজেস্ট … বিসিএস বিষয়গুলো সংক্ষেপে খুব ভালো সংকলন
৩) কারেন্ট এফেয়ার্স [মাসিক এবং বার্ষিক কপি]

বাংলাঃ
১) সৌমিত্র শেখরের বাংলা বিষয়ক বইটা
২) হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি [বাংলা ভাষার ইতিহাসের জন্য] ৩) মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য [লেখক,কবি ও প্রবন্ধকদের জীবনী, উল্লেখযোগ্য বই] ৪) মাধ্যমিক বাংলা ব্যাকরণ

ইংরেজীঃ
১) প্রফেসরস ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই
২) অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
৩) যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই

গণিতঃ
১) ওরাকল বিসিএস ম্যাথ প্রিলি [বইটা খুবই ভালো … ডিটেইল সূত্র দিয়ে ক্যালকুলেশন] ২) নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত] ৩) মাধ্যমিক বীজগণিত
৪) মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩]

বিজ্ঞানঃ
১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই] ২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী] ৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর] ৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী] ৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী] ৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী] ২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী] ৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী] ৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই [নীলক্ষেতে খোজ করুণ]

বি.দ্র. নীলক্ষেতে সব বইয়ের কালেকশন পাবেন।

পড়ার কোনও শেষ নাই … জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে।

এরপরের লেখায় বিষয় ভিত্তিক ডিটেইল বিষয়াবলী উল্লেখ্য করে দিব … কোন বিষয়ে কি পড়া উচিত।

ধন্যবাদ।

About khan

Check Also

৫০০মধ্যে ৪৯৯ নম্বর পেল রেকর্ড করলেন উচ্চমাধ্যমিকের ছাত্রী স্রোতশ্রী

পাঁচশ নম্বরের মধ্যে পেয়েছেন ৪৯৯ নম্বর। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে স্রোতশ্রী রায় নামে এক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page