Tuesday , September 22 2020
Breaking News
Home / অবাক পৃথিবী / মেট্রোয় সিট না পাওয়ায় ক’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার ভান করলেন এক যাত্রী, তারপর…

মেট্রোয় সিট না পাওয়ায় ক’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার ভান করলেন এক যাত্রী, তারপর…

করো’না ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার ভান করে। ঠিক যেমনটা চিনের আ’ক্রান্ত মানুষের সঙ্গে ঘটছে।

ক’রোনা ভা’ইরাসের আ’ক্রান্ত হওয়ার ভান করে এক যাত্রী। মেট্রোর মধ্যেই মাটিতে আ’ছাড় খেয়ে পড়ে সে। ঘটনায় গ্রে’ফতার যাত্রী।

বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভা’ইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা গেছে যে একটি লোক মাস্ক পরে হঠাৎই পড়ে যায়। এক’ইসঙ্গে ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্ত হওয়ার ভান করে। ঠিক যেমনটা চিনের আ’ক্রান্ত মানুষের সঙ্গে ঘটছে। ভয়ে সিট ছেড়ে উঠে পড়ে যাত্রীরা। পড়িমরি করে সেই স্থান ছাড়ার চেষ্টা করে তারা।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রীকে “অপ’রাধমূলক ঘটনার অভি’যোগে” এর ভিত্তিতে আটক করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কা’রাদণ্ডের মুখোমুখি হতে হবে।

About Dolon khan

Check Also

এশিয়ার প্রথম ‘বিনা হাতের মহিলা ড্রাইভার’, মনোবল দেখে অভিভূত সোশ্যাল মিডিয়া

এটি এশিয়ার প্রথম ‘বিনা হাতের ড্রাইভার’, আনন্দ মাহিন্দ্রাও দেখার পরেও অভিভূত হয়েছিলেন প্রতিবন্ধকতার অভিশাপ কেবল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *