







৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতিবাংলাদেশ বিষয়াবলী পার্ট৩ ১।”ফরায়েজি আন্দোলন” হয়েছিল কত সালে?
ক) ১৮১৮ খ) ১৯২০ গ) ১৯৪৫ঘ) ১৯১২ উত্তরঃক
২।খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন আওয়ামী লীগের সদস্য ছিল? ক)৩২ খ) ৩৪ গ) ৩৩ ঘ) ৩৪ উত্তরঃগ
৩।সংবিধানের কোন অনুচ্ছেদে “জাতীয় সংস্কৃতি” সম্পর্কে বলা হয়েছে? ক) ২২খ) ১১ গ) ২৪ ঘ) ২৩




উত্তরঃঘ
৪।বাংলাদেশের আমেরিকার জিএসপি সুবিধা বন্ধে কার্যকর ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? ক) USTR খ) USAID গ)ALLIANCE ঘ) সবগুলো উত্তরঃক




৫।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? ক)চাকমা খ) মারমা গ) খাসিয়া ঘ) সাঁওতাল উত্তরঃঘ




৬।সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে DACCA থেকে DHAKA হয়? ক) ৮ম খ) ১২গ) ১১ ঘ) ১৫ উত্তরঃক
৭।’ বুড়িগঙ্গা ইকো পার্ক’ কোথায় অবস্থিত? ক) সাভার খ) কেরানীগঞ্জ গ)ধামরাই ঘ) শ্যামপুর




উত্তরঃঘ
৮।স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বি’রুদ্ধে শেষ যু’দ্ধ হয়েছিল কোথায়? ক) ডেমরা খ) কেরানীগঞ্জ গ)রায়ের বাজার ঘ)সাভার
উত্তরঃগ




৯।কত তারিখে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ক)১৭ এপ্রিল, ৭১ খ) ২২ এপ্রিল, ৭১ গ)১৮ এপ্রিল, ৭১ ঘ)১৯ এপ্রিল, ৭১ উত্তরঃগ
১০।কোন নারী মুক্তিযো’দ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক উপাধি পান? ক) সেতারা বেগম খ) তারামন বিবি গ) কাকন বিবি ঘ) পাইলট নাজনীন উত্তরঃক




১১।বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক কার্যক্রম শুরু করে কত সালে? ক)১৯৮০ খ) ১৯৭৪ গ) ১৯৭৭ ঘ) ১৯৬৬ উত্তরঃগ
১২।বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয় কত তারিখ ক)১২ জুন,৭১ খ)১২ জুলাই, ৭১ গ)২৪জুন,৭১ ঘ)২৪ জুলাই, ৭১ উত্তরঃঘ
১২।”DAE” বাংলাদেশ সরকারের কোন ধরনের সংস্থা? ক) শিক্ষা খ) ওষুধ গ) কৃষি ঘ) ড্রামা উত্তরঃগ
১৩।সম্প্রতি বীর বিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল খালেক কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?




ক)৭ খ) ৮ গ) ৯ ঘ) ১০ উত্তরঃক
১৪।বাংলাদেশের সমুদ্রসীমার মানচিত্র প্রথম প্রকাশ করে– ক) ঢাকা বিশ্ববিদ্যালয় খ) মেরিন একাডেমি গ) বুয়েট ঘ) ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ উত্তরঃঘ
১৫।১৫তম সংশোধনী বিলুপ্ত করে– ক) ধর্ম নিরপেক্ষতা খ)রাষ্ট্র ধর্ম ইসলাম গ) তত্ত্বাবধায়ক সরকার ঘ) নারীদের সংরক্ষিত উত্তরঃগ



















