









*** বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার আগের ১০ দিনে অন্তত ১৬০ ঘণ্টা প্রস্তুতি নিতে পারবেন।





*** ১০ দিনে বাসায় ৫০ সেট মডেল টেস্ট দেবেন।
*** ভাল ১টা প্রিলিমিনারি ডাইজেস্ট আর বিভিন্ন প্রিলিমিনারি স্পেশাল সংখ্যা সমাধান করুন।
*** প্রিলিমিনারির প্রশ্নব্যাংক আর ২টা জব সল্যুশন রিভিশন দিতে পারেন।





*** মোবাইল ফোন, টিভি, ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসআপ থেকে দূরে থাকুন।
*** আগের ১০ দিন সকল ধরনের রেফারেন্স বই পড়া থেকে বিরত থাকতে পারেন।
*** বেশি-বেশি প্রশ্ন পড়বেন, আলোচনা অংশটা কম পড়বেন।





*** বিজ্ঞান অংশ শুধু প্রিলিমিনারির প্রশ্নব্যাংক আর জব সল্যুশন থেকে পড়তে পারেন।
*** পাটিগণিত বাদে গাণিতিক যুক্তির বাকিগুলি প্র্যাকটিস করুন।





*** বাংলা ও ইংরেজি সাহিত্যের জন্য শুধু সরকারী চাকরির প্রশ্নগুলি পড়ুন।
*** বাংলা ও ইংরেজি ব্যাকরণ আগে যা পড়েছেন, শুধু সেইটুকুই আরও একবার পড়ে নিন।





*** ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাধ্যমিকের সামাজিক বিজ্ঞান বইটি পড়তে পারেন।
*** যে প্রশ্নগুলির উত্তর অনেকদিন ধরেই পাচ্ছেন না, সেগুলি নিয়ে ভাবা বন্ধ করে দিন।

























Share