









এমনিতেই ক’রোনা আবহের কারণে হাইকোর্টের নিয়ম জারি করা হয়েছে প্যান্ডেল জনশূন্য রাখা। তার উপরে আবার ষষ্ঠীতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় খবর দিল আবহাওয়া দ’প্ত র। জানা যাচ্ছে পূজা দশমী পর্যন্ত অতি ভারী বৃষ্টি থেকে কাটবে।





নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে পশ্চিমব’ঙ্গের উপকূলের কাছাকাছি এসে গেছে মধ্যে ব’ঙ্গো’পসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অ’ভিমুখ ছিল উত্তর প্রদেশ উপকূলে কিন্তু সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।





এ বাড়িটি ওড়িশা পশ্চিমব’ঙ্গ উপকূলে বাংলাদেশের দিকে এগোবে। পশ্চিমব’ঙ্গের উপকূলের কাছাকাছি এসে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হয়ে বইবে ঝড়ো হাওয়া।





এর মধ্যেই শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনার ঝড় হয়েছে।এছাড়াও শোনা যাচ্ছে শুক্র শনিবার থেকে কলকাতা হাওড়া হুগলি তে বইবে ঝড়ো বাতাস। তার সাথে হবে ভারী বৃষ্টি।





সমুদ্রের উত্তাল হওয়ার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশ করা হয়েছে 24 অক্টোবর পর্যন্ত। এছাড়াও পর্যটকদের যেমন দীঘা মন্দারমনি বকখালি প্রভৃতি অঞ্চলে সমুদ্রের ধারে যেতে নিষে’ধ করা হয়েছে সবাইকে।





শোনা যাচ্ছে যে নিম্ন চাপ আরো শক্তি বাড়িয়ে পশ্চিমব’ঙ্গের উপকূলের কাছাকাছি আসছে ষষ্ঠী থেকে শুরু হয়ে গেছে ভারী বৃষ্টি। দশমী পর্যন্ত অতি ভারী বৃষ্টি সতর্কতায় রয়েছে দক্ষিণব’ঙ্গে।





























