









চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মা’রা গেছেন। শেফালি বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মা’রা গেছেন বলে নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের কমিনিউকেশন অফিসার মেহেদি খোদা।





তিনি জানান, দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে মা’রা যান।





এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের ম’রদে’হ বগুড়ার বাড়িতে নিয়ে সেখানে তার শে’ষকৃ’ত্য অনুষ্ঠিত হবে।





উল্লেখ্য, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। শেফালি বিশ্বাস অপুর সঙ্গেই ঢাকায় থাকতেন।





বহু সাক্ষাতকারে অপু জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।





























