









ভারতে সড়ক দু’র্ঘট’নায় তিন নারী নি’হ’ত হয়েছেন। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু জানায়, পথভ্রষ্ট এক গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তারা। মধ্যপ্রদেশের গুনা জেলার মহাসড়কে এই দু’র্ঘট’না ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়িতে চা’রজন ছিলেন।





তারা সবাই বান্ধবী।চার বান্ধবী দিল্লিতে ফেরার সময় এই ঘ’টনা ঘ’টে। অন্য জন গুরুতর অবস্থায় হাসপাতালে। নি’হ’তরা হলেন সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) এবং পুনম ভারতী (৪০)।





গাড়ি চালাচ্ছিলেন বিন্দু শর্মা (৪০)। তিনি এখন হাসপাতালে।সন্তোষ কুমারী স্পটেই মা’রা যান। হাসপাতালে আনার পথে প্রাণ যায় পুনমের। গায়ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালে ।





বিন্দু শর্মা পুলিশকে জানিয়েছেন, রাস্তায় হঠাৎ একটা গরু চলে আসায় তিনি ব্রেক করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে গাড়ি।তিনি বলেন, ‘রাস্তায় হঠাৎ গরু দেখে আমি ভড়কে যাই।





চেষ্টা ছিল গরুটাকে বাঁচানোর। তাই ব্রেক করেছিলাম। পরে আমার আর কিছু মনে নেই।’ চিকিৎসকেরা জানিয়েছেন, বিন্দুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।


































