









মানু’ষের প্রতি’ভা অনেক দিক থে’কে থাকে এবং কিছু প্রতিভা থাকে ভগবান প্রদত্ত আবার কিছু প্রতিভা আয়ত্ত করে নিতে হয়।শুধুমাত্র যে নাচ গান আবৃত্তি বা শারীরিক কসরত দেখা নেই যে তার প্রতিভা আছে বলা যায় এমনটা কিন্তু নয় এমন অনেক প্রতিভা আছে যা হয়তো আমরা ভাবতেই পারি না।





আজকে ভার্চুয়াল মাধ্যমের যু’গে সেই প্রতিভাগুলো ভাই’রাল হয় না কিন্তু তবে কিছু কিছু ক্ষেত্রে কোন সহৃদয় ব্যক্তির করলেন আবার সেগুলি প্রকাশ্যে আসে আর ঠিক সেভাবেই এবার একটি হাতের লেখার ভিডিও প্রকাশ্যে এসেছে যা এ’ক কথায় চমকে দিয়েছে সকলকে।





বাস্তবে হাতের লেখা যাদের সুন্দর তাঁদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে হাতের লেখার জন্য অনেকেই আবার খ্যাতির শিরোনামে পৌঁছে যান।কিন্তু তারা তার থেকে আর বেশি সম্মান পান না কিন্তু এবার এক সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজনের অনবদ্য হাতের লেখার দৃশ্য প্রকাশ্যে এসেছে আর সেই দৃশ্য দেখে নেটদুনিয়া কার্য থ।





কারণ হাতের লেখা এতটাই সুন্দর এবং এতটাই নিঠুর ও দক্ষতার সঙ্গে লিখেছেন ওই ব্যক্তি যা দেখে সকলের মন ভরে গিয়েছে এবং সেই হাতে লেখার মধ্যে যে ভালোবাসা মিশ্রিত আছে তা প্রকাশ পেয়েছে আর ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই প্রায় একশ 70 হাজার লাইক এবং রিয়াক্ট পড়েছে তার সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার কমেন্ট করেছে।





ভিডিওটি দেখে অনেকেই বলছেন এমন ধরে ধরে হাতের লেখা বোধহয় আর দেখা যায় না এবং সত্যিই সে হাতের লেখা দেখে আপনাকে বলতে হবে সেটি হাতের লেখা নাকি ছাপা অক্ষর।





























