একটি মাত্র ফল। অথচ দাম বাংলাদেশি টাকায় ৭৭ হাজার টাকা। এমনটাই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া সুপার মার্কেটে ফলটি বিক্রি হয়েছে ১ হাজার ডলারে।




দেখতে অবিকল কাঁঠালের মত। নাম ডুরিয়ান। এই ডুরিয়ানকে ইন্দোনেশিয়ায় ফলের রাজা বলা হয়ে থাকে।
যদিও এর গন্ধ কাঁঠালের থেকে অনেক বেশি। এই ফলটি সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মায়। যদিও এর গন্ধের জন্য ফলটি কিছু কিছু অঞ্চলে নিষিদ্ধ।
উচ্চ মূল্যে বিক্রি হওয়া এই ফলের জাতের নাম হলো জে-কুইন। ডুরিয়ানের এই জাতটি সবচেয়ে ভালো মানের বলে জানা গেছে।



