Monday , January 25 2021
Breaking News
Home / Education / নদ -নদী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

নদ -নদী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

1. মোট নদ-নদী- প্রায় ৭০০টি

2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি

3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি

4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা)

5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি

6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)

7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)

8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই

9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)

12. প্রধান নদী- পদ্মা

13. দীর্ঘতম নদী- সুরমা (৩৯৯কিমি)

14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ) (দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্র-ই উত্তর হবে)

15. প্রশস্ততম নদী- যমুনা

16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী

17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা

18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই

19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে

20. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী

21. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

22. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

23. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই

24. বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)

25. যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে

বিভিন্ন নদীর পূর্বনাম

1. বর্তমান নাম –> যমুনা

2. পূর্বনাম –> জোনাই নদী

1. বর্তমান নাম –> বুড়িগঙ্গা

2. পূর্বনাম –> দোলাই নদী (দোলাই খাল)

1. বর্তমান নাম –> ব্রহ্মপুত্র

2. পূর্বনাম –> লৌহিত্য

26. নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত

27. নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে

28. ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)

29. বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)

30. টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)

31. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)

32. চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে

33. মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে

34. মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে

35. প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ

36. নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর

37. নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়

বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-

1. নদী –> পদ্মা 2. উৎপত্তিস্থল –> হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ

1. নদী –> ব্রহ্মপুত্র 2. উৎপত্তিস্থল –> তিব্বতের মানস সরোবর

1. নদী –> যমুনা 2. উৎপত্তিস্থল –> তিব্বতের মানস সরোবার

1. নদী –> মেঘনা 2. উৎপত্তিস্থল –> আসামের লুসাই পাহাড়

1. নদী –> কর্ণফুলী 2. উৎপত্তিস্থল –> মিজোরামের লুসাই পাহাড় নদী তীরবর্তী শহর ও গুরুত্বপূর্ণ/ঐতিহাসিক জায়গা-

1. শহর/জায়গা –> ঢাকা 2. নদী –> বুড়িগঙ্গা

1. শহর/জায়গা –> চট্টগ্রাম 2. নদী –> কর্ণফুলী

1. শহর/জায়গা –> কুমিল্লা 2. নদী –> গোমতী

1. শহর/জায়গা –> রাজশাহী 2. নদী –> পদ্মা

1. শহর/জায়গা –> মহাস্থানগড় 2. নদী –> করতোয়া

1. শহর/জায়গা –> বরিশাল 2. নদী –> কীর্তনখোলা

1. শহর/জায়গা –> খুলনা 2. নদী –> রূপসা

1. শহর/জায়গা –> টঙ্গী 2. নদী –> তুরাগ

1. শহর/জায়গা –> চাঁদপুর 2. নদী –> মেঘনা

1. শহর/জায়গা –> গাজীপুর 2. নদী –> তুরাগ

1. শহর/জায়গা –> সুনামগঞ্জ 2. নদী –> সুরমা

1. শহর/জায়গা –> মংলা 2. নদী –> পশুর

1. শহর/জায়গা –> ভৈরব 2. নদী –> মেঘনা

1. শহর/জায়গা –> রংপুর 2. নদী –> তিস্তা

1. শহর/জায়গা –> টাঙ্গাইল 2. নদী –> যমুনা

1. শহর/জায়গা –> পঞ্চগড় 2. নদী –> করতোয়া

1. শহর/জায়গা –> কক্সবাজার 2. নদী –> নাফ

1. শহর/জায়গা –> নাটোর 2. নদী –> আত্রাই

1. শহর/জায়গা –> দৌলতদিয়া 2. নদী –> পদ্মা

1. শহর/জায়গা –> কুষ্টিয়া 2. নদী –> গড়াই

About khan

Check Also

এক দরিদ্র কৃষক কন্যার বিসিএস (প্রশাসন) ক্যাডার হওয়ার বাস্তব গল্প

এক দরিদ্র কৃষক কন্যার বিসিএস (প্রশাসন) ক্যাডার হওয়ার বাস্তব গল্প…… (গল্পটা একটু লম্বা ধৈর্য সহকারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page