









আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মোঃ ইলমান হাফিজ বিন আনোয়ার। ওম’র এন্ড হা’না ইস’লামিক কার্টুন চ্যানেল আয়োজিত এক মাসব্যাপি অনলাইন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ অংশ নিয়েছিল।





মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,পা’কিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ডসহ ২০টি দেশ থেকে ১০০ শি’শু-কি’শোর হাফেজদের মাঝে এই প্রতিযোগিতা হয়।গত ২৬ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলে সব দেশকে পেছনে ফে’লে চ্যাম্পিয়ান হয় বাংলা’দেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক





মোঃ ইলমান হাফিজ বিনআরও পড়ুন=কুরআন মু’সলমানদের পবিত্র ধ’র্মীয় গ্রন্থ। ২০১৫ সালে এই পবিত্র ধ’র্মগ্রন্থের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি পাওয়া যায় যু’ক্তরা’জ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে।





এতে বিশ্বজুড়ে হ’ইচ’ই পড়ে যায়। এর পরের বছর স্বর্ণের অক্ষরে কুরআন লিখে ইতিহাস গড়েন আজা’রবাইজানের এক না’রী শিল্পী। তার নাম তুনজালে মেমেদজাদে।১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ও’পর স্বর্ণ এবং রুপা দিয়ে কোরআন লিখেছেন তিনি। এতে সময় লেগেছে প্রায় ৩ বছর।





সিল্কের ও’পর স্বর্ণের হরফে কুরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছর ব’য়সী এই শিল্পী। স্বর্ণের হরফে লেখা এই কুরআনের দৈর্ঘ্য ১১.৪ ফুট। আর প্রস্থ ১৩ ফুট।





প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইস’লামের শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা এই কুরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। সূত্র: মাইমডার্নমেট


































