৪০ তম বিসিএস প্রিলি এম সি কিউ পরীক্ষার রেজাল্ট ২০১৯ প্রকাশিত হয়েছে- দেখে নিন বিস্তারিত।




অবশেষে আজ ২৫শে জুলাই ৪০ তম বিসিএস রেজাল্ট ২০১৯ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আজ কর্ম কমিশন সভা শেষে বিকালে ঘোষণা করা হয় ৪০ তম বিসিএস প্রিলি এম সি কিউ পরীক্ষার রেজাল্ট ২০১৯। ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করছেন ২০,২৭৭ জন প্রার্থী। উল্লেখ্য গত ১৫ই নভেম্বর শেষ হয়েছিল ৪০তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া। গত ১১ই সেপ্টেম্বর ৪০ তম বিসিএস সার্কুলার ২০১৮ প্রকাশিত হয়।




পিএসসি সূত্র অনুযায়ী, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া গত ৩০শে এপ্রিল ২০১৯ তারিখে ৩৯ তম বিসিএস ভাইভা রেজাল্ট ২০১৯ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ।




গত ৭ই মে অনুষ্ঠিত ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এর আগে ৪০ তম বিসিএসে রেকর্ড ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করেন যা ছিল বিসিএস পরীক্ষায় সর্বচ্চ সংখ্যক।




বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৪০ তম বিসিএস এমসিকিউ রেজাল্ট ২০১৯ প্রকাশ করেছে বিপিএসসির ওয়েব সাইট WWW.BPSC.GOV.BD এর মাধ্যমে। আপনি প্ল্যানেট বাংলা থেকেও বিসিএস প্রিলি সার্কুলার এর সকল আপডেট এবং রেজাল্ট পেয়ে যাবেন। উল্লেখ্য গত বছর ৪০ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি , ৪০ তম বিসিএস পরীক্ষার সিলেবাস এবং ৪০ তম বিসিএস পরীক্ষার নির্দেশাবলি প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন।




৪০তম বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১৫ই নভেম্বর বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। পিএসসির সুত্রে জানা গেছে এ বছর রেকরড পরিমানে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছে বিসিএস পরিক্ষার জন্য।