









৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের সভায় এ কমিটি গঠিত হয়।





এতে সকল ক্যাডার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়। শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷





সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচিত সভাপতি হলেন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হলেন পুলিশ ক্যাডারের জনাব গোলাম রুহানী। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।





























