Monday , May 10 2021
Breaking News
Home / Education / ৪০তম বিসিএস পরীক্ষা : মডেল টেস্ট – ৬

৪০তম বিসিএস পরীক্ষা : মডেল টেস্ট – ৬

৪০তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। বিসিএস আবেদনে রেকর্ড এটি। তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষাটিতে টিকতে হলে চাই জোর প্রস্তুতি।

এদিকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। খুব বেশি সময় হাতে নেই। এই সময়টা কাজে লাগাতে পারলে প্রিলিমিনারিতে টিকে যেতে পারেন।

আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন…

আন্তর্জাতিক বিষয়াবলি

১. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?
ক) জাপান
খ) পেরু
গ) কোস্টারিকা
ঘ) সুইজারল্যান্ড

২. ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা কোন দেশ?
ক) জাপান
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) চীন

৩. মংড়– কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
ক) বাংলাদেশ-মায়ানমার
খ) মায়ানমার-চীন
গ) বাংলাদেশ-ভারত
ঘ) ভারত-মায়ানমার

৪. যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলূপ্ত হয় কত সালে?
ক) ১৮৬৩
খ) ১৮৯৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৪৫

৫. ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে?
ক) জাপান
খ) দক্ষিণ কোরিয়া
গ) চীন

ঘ) তাইওয়ান

৬. পানমুনজাম কি?
ক) তাইওয়ানের রাজধানী
খ) আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু
গ) আসিয়ানের সদর দপ্তর
ঘ) দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম

৭. যুক্তরাজ্যের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
ক) ৩০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০

৮. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
ক) মারদেকা প্রাসাদ
খ) এলিসি প্রাসাদ
গ) বাকিংহাম প্রাসাদ
ঘ) মানালা প্রাসাদ

৯. কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
ক) রোম
খ) ভেনিস
গ) এথেন্স
ঘ) ওসলো

১০. সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
ক) যুক্তরাষ্ট্রে
খ) যুক্তরাজ্যে
গ) জার্মানি
ঘ) জাপান

১১. নামিবিয়ার রাজধানী-
ক) কারাভু
খ) উইন্ডহুক
গ) প্রিটোরিয়া
ঘ) কোটাভি

১২. টলেমি কে ছিলেন-
ক) দার্শনিক
খ) চিকিৎসক
গ) জ্যোতির্বিদ
ঘ) সেনাপতি

১৩. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক) সাইবেরিয়া
খ) ভ্লাদিভস্টক

গ) খায়বারভস্ক
ঘ) বোখারা

১৪. বান্দুং কোথায় অবস্থিত?
ক) ভিয়েতনাম
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া

১৫. ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?
ক) ব্রাজিল
খ) সুইডেন
গ) ইরান
ঘ) কেনিয়া

উত্তর: ১.ক ২.ঘ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ

About khan

Check Also

টিউশন না পড়েই, পুরানো বই পাঠ করে শ্রমিকের মেয়ে হয়ে গেল বোর্ড টপার, ছুঁয়ে দেখেনি স্মার্ট ফোন

ফলাফল বেরল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। শ্রমিক পিতা অঙ্গদ যাদব এবং গৃহকর্মী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *