Friday , April 23 2021
Breaking News
Home / Entertainment / ১ বছর না ঘুরতেই তৃতীয় সংসারও ভাঙতে বসেছে শ্রাবন্তীর

১ বছর না ঘুরতেই তৃতীয় সংসারও ভাঙতে বসেছে শ্রাবন্তীর

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় গেল বছরের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন।

তবে বছর না ঘুরতেই এ সংসারও নাকি ভা’ঙতে বসেছে অভিনেত্রীর। ভারতের প্রভাবশালী গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন সিং। গণমাধ্যমটির কাছে

সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাঁদের সংসার ভা’ঙনের বিষয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই,

আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’ এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের

মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর স’মাধা’ন হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করব।’ ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।

তাঁদের ঘরে ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

About khan

Check Also

বিয়ে বাড়ীতে ভাবি ও দেবরের দুষ্টুমির ভিডিও ভাইরাল, (ভিডিও)

বিয়ে মানে খুশি আনন্দ, যার বিয়ে হয় তার যদি ভাবি থাকে তাহলে অনেক বেশি আনন্দ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *