Tuesday , June 15 2021
Breaking News
Home / Entertainment / সবুজ শাড়ি ম্যাচিং ব্লাউজে অসাধারন নাচ সুন্দরী তরুণীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় [ভিডিও]

সবুজ শাড়ি ম্যাচিং ব্লাউজে অসাধারন নাচ সুন্দরী তরুণীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় [ভিডিও]

বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া যে কত গুরুত্বপূর্ণ অবদান রাখে তার আলাদা করে বলে দিতে হয় না। কেবল যোগাযোগ মাধ্যম হিসেবেই নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের প্রতিভাকে তুলে ধরা যায় পৃথিবীর আনাচে-কানাচে।

শিল্প ও শিল্পী আত্মপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এটি। নাচ-গান প্রভৃতির মাধ্যমে শিল্পনৈপুণ্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে বিষয়ের প্রতি দক্ষতা যেমন দেখতে পাওয়া যায় তেমন কিছু ক্ষেত্রে প্রাধান্যতা পায় উপভোগ্যতা। বিশেষ করে নাচের কথা যদি বলা হয় তাহলে নাচ এমন এক ধরনের শিল্প যা মনের পাশাপাশি শরীরকে সুস্থ রাখে। তাইতো সোশ্যাল মিডিয়ায় হামশাই নানান নাচের ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি নাচের ভিডিও জনতাদের নজর কেড়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতী শাড়ীর সাথে বলিউডি গানের তালে নাচ করছে। তবে নাচের স্টেপের চেয়েও তার মিষ্টি এক্সপ্রেশন নজর কেড়েছে সকলের। গানে প্রতিটি লাইনের সাথে যেভাবে সে অভিনয় করেছে সেটাই আকর্ষনীয় হয়ে উঠেছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ অ”শ্লীলতার মাধ্যমে ভাইরাল হতে চাই সেখানে এই যুবতী প্রমান করে দিয়েছে যে প্রতিভাবান মানুষদের কোনো অ’শ্লীলতার প্রয়োজন হয় না। তার এই ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ মেয়েটির প্রশংসা করেছেন।

About khan

Check Also

নৌকা ভ্রমনে ‘পাংখা পাংখা মন’ গানে ডান্স করে ভাইরাল হলেন যুবক-যুবতী, (ভিডিও)

নৌকা ভ্রমন গুলা অনেক আনন্দ এবং মজাদার হয়ে থাকে, নৌকা ভ্রমনের জেনারেশন বিভিন্ন নর্তকী নিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *