Breaking News

শাকিব খানের নায়িকা হচ্ছেন পূজা

প্রথম বারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার জন্য এরই মধ্যে চুক্তি সেরেছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও সিনেমাটির প্রযোজক, পরিচালক, এমনকি নায়িকা এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন।

তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, চুক্তি সেরেছেন পূজা চেরি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করে সেই ঘোষণা আসছে। নতুন নায়িকার সঙ্গে শাকিব কাজ করতে আগ্রহী আর পূজা চেরি শাকিবের নায়িকা হতে মুখিয়ে আছেন। গতকাল পূজার জন্মদিনে ‘গলুই’ সিনেমার টিম আয়োজন করে তাঁর জন্মদিনের কেকও কেটেছেন।

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এই সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরে সিনেমাটির শুট শুরু হবে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই।

About admin

Check Also

৪০ দিন পর ফিরলেন মেহজাবীন, এত দিন কোথায় ছিলেন?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *