Breaking News
Home / Top / শাকিবের বুকে ইংরেজি ‘এ’ কেন?

শাকিবের বুকে ইংরেজি ‘এ’ কেন?

অপেক্ষার পালা শেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

এ সময় শাকিবের পরনে ছিল টি শার্ট। বুকের উপর ইংরেজি ‘এ’ বর্ণমালা। অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন ‘এ’-এর মানে জানতে চেয়ে। শাকিব খান ভালোবেসে অপু বিশ্বাসকে বিয়ে করেন।

এই তারকা দম্পতির রয়েছে পুত্রসন্তান আব্রাম খান জয়। অনেকে মনে করছেন সন্তানের নামের প্রথম অক্ষর বুকে ধারণ করেছেন এই সুপার স্টার। আবার অনেকের ধারণা অপুর প্রথম অক্ষর ‘এ’। তবে মানে যাই হোক, বিষয়টি নিয়ে শাকিব খান মুখ খোলেননি।

এদিকে দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব খান। বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে সত্যিই আমি বাকরুদ্ধ! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস

করছিলাম- ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করেছে।’
গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সেখানে নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস থাকেন।

About admin

Check Also

ইস! কৌশলটা আগে জানা থাকলে হয়তো বাবা স্ট্রোক করে মারা যেতেন না!

ইস! কৌশলটা আগে জানা – চীনের অধ্যাপকরা বলছেন যে কারো স্ট্রোক হচ্ছে যদি এমন দেখেন ...

Leave a Reply

Your email address will not be published.