রিটেনে ইংরেজিতে ভাল করার উপায় হচ্ছে মূলত ২ টি




১। ইংরেজি লেখার সময় ব্যাকরণগত কোন ভুল না করা।
যেমন
অাপনি It makes এর জায়গায় লিখলেন It make যদিও ভুলটা তেমন মেজর মনে হবে না অাপনার কাছে কিন্তু যারা পরীক্ষক এবং ইংরেজিতে দক্ষ তারা এটা দেখেই বুঝতে পারবে অাপনি কেমন ইংরেজি পারেন। এই রকম ভুল করে অাপনি হাজারো তথ্য বহুল লিখলেও অাপনি অাপনার অাশা অনুযায়ী নাম্বার পাবেন না। তাই ইংরেজিতে ভাল করতে হলে এই ধরণের ভুল করা যাবে না এবং লেখার সময় লক্ষ্য রাখবেন ব্যাকরণগত ঠিক অাছে কি না। ব্যাকরণগত ঠিক রেখে অল্প লিখলেও অাপনি অনেক নাম্বার পাবেন।




২। বানান ভুল করা যাবে না।




যেমন,
অাপনি একটি কঠিন শব্দ ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু অাপনি এর সঠিক Spelling টা জানেন না ভাল করে বা শতভাগ নিশ্চিত হতে পারছেন না যে ওই বানানটি সঠিক তাহলে অাপনি ওই কঠিন শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ বানান ভুল হলে কঠিন শব্দ ব্যবহার করেও কোন লাভ হবে না বরং নাম্বার কম পাবেন। বানান ভুল হলে অাপনার খাতার উপর নেগেটিভ প্রভাব পরবে। তাই লেখার সময় লক্ষ্য রাখবেন Spelling সঠিক হচ্ছে কি না।




উপরের দুইটি বিষয় মাথায় রেখে অনুশীলন করেন নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ অাপনি ইংরেজিতে অাপনার অাশা চেয়ে বেশি নাম্বার পাবেন। শুভ কামনা রইল সবার জন্য।




এস. এম. অালাউদ্দিন মাহমুদ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(সুপারিশপ্রাপ্ত)