









পা’কিস্তানের ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হলো। দেশটির মূলতানের এই কি’শোর মুহাম্ম’দ হুজাইফা পরিবারের খরচ মেটাতে পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করেন। গত ম্যাট্রিক পরীক্ষায় তিনি সর্বমোট ১১১০ নম্বরের মধ্যে ১০৫০ নম্বার পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছেন।





তার এমন সফলতার খবর টুইটারে ভাই’রাল হওয়ার পর দেশটির সরকারি কর্মক’র্তারা তাকে সহায়তার আশ্বা’স দিয়েছে। টুইটারে চা বিক্রি করছেন হুজাইফা এমন ছবি পোস্ট করে একজন





মন্তব্য করেছেন কি বিস্ময়কার ফলাফল। পাঁচ ভাইবোন ও মায়ের সংসারে খরচ মেটাতে তাকে চা বিক্রি করতে হয়। বাবা নেই। তারপরও পরীক্ষায় এত চ’মৎকার ফলাফল। যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকে তার কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।





এর আগে সে স্কলারশিপ পেলেও তা নিতে অস্বীকার করে কারণ পরিবারের সবার জন্যে সে অর্থ উপার্জনের পাশাপাশি পড়াশুনা চালিয়ে গিয়েছে। এটি না করলে তার পরিবার না খেয়ে থাকত। পা’কিস্তানের বাইতুল-মাল সংস্থার পক্ষ থেকে হুজাইফার লেখাপড়া ও তার পরিবারের খরচ মেটানোর আশ্বা’স দেয়া হয়েছে।







































