Breaking News

মাস গেলে কোটি কোটি টাকা রোজগার করেন তৃনা সাহা, নিজের আয় নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী

তৃণা সাহা কয়েক বছর ধরে টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। বর্তমানে শুধু টেলিভিশন জগত নয় বড় পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম সবেতেই দাপটে অভিনেত্রী তৃনা সাহা। টেলিভিশনে কাজের পাশাপাশি করেছেন বড় পর্দার কাজ আবার ওয়েব সিরিজও। সবেতেই সাফল্যে ভরপুর অভিনেত্রী। এত কাজের মাঝে তার রোজগারও কিন্তু বেশ হাই। বিনোদন দুনিয়ায় চুটিয়ে কাজ করে চলেছেন তৃনা। তেমনই রোজগারও করছেন দু হাত ভরে।

ছোট পর্দায় সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ এই অভিনেত্রীর। করেছেন খোকাবাবু, খড়কুটোর মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রের কাজ। বড়পর্দাতেও বেশ কয়েকটি সিনেমায় কখনো জিতের সাথে আবার কখনো সোহমের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে অভিনেত্রীকে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে “শ্রীমতি” ছবিতেও বেশ পরিণত দাপটে, পাল্লা দেওয়ার মতো অভিনয় করেছেন তৃনা। আবার অঞ্জন দত্তের “মাডার বাই দ্যা সি” তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। পরবর্তীকালে অরিন্দম শীল এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবিতেও নাম ভূমিকায় অর্থাৎ নায়িকা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী।

জীবনের এতো কর্মব্যস্ততা কিন্তু ক্লান্ত করতে পারিনি অভিনেত্রীকে। অভিনয়ে জগতের প্রায় প্রত্যেকটি শাখাতেই দাপিয়ে অভিনয় করে বেড়ান তিনি। গুগল সূত্রের খবর ধারাবাহিকের এক একটি এপিসোডের জন্য নাকি অভিনেত্রী ৪০ হাজার টাকা চার্জ করেন। আর তার মাসিক ইনকাম ২ থেকে ৪ লক্ষ টাকা। যদি অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে গুগলে রেকর্ড ভুল আছে। গুগলে তো নাকি তার জন্মের তারিখও ভুল দেওয়া আছে।

তবে উল্টোদিকে অভিনেত্রীর মতে একটি মানুষের টাকা রোজগার করার খিদে থাকা ভালো। নিজের যতটা প্রয়োজন তার থেকে বেশি টাকাও রোজগার করা উচিত কারণ এর মাধ্যমে আরো বেশি কাজ করা যায়। অভিনেত্রী বলেছেন তিনি যা রোজগার করেন তাতে ভালো থাকা ভালো খাওয়া ভালো ঘুরতে যাওয়া এবং নিজে সাবলম্বী হতে পেরেছেন এতে তিনি খুশি। এর পাশাপাশি তিনি বলেছেন অভিনয় জগতে কাজ করার সুযোগ এখন অনেক বেড়েছে। আগে মডেলিংকে যোগ্যতা হিসেবে ধরা হত না এখন মডেলিং থেকে এমন কি সোশ্যাল মিডিয়া থেকে অভিনয় জগতে আসা যায়।

About admin

Check Also

৪০ দিন পর ফিরলেন মেহজাবীন, এত দিন কোথায় ছিলেন?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *