Monday , June 14 2021
Breaking News
Home / Entertainment / বৃষ্টিতে ভিজে মাহির হ’ট নাচের ভিডিও ভাইরাল, (ভিডিও)

বৃষ্টিতে ভিজে মাহির হ’ট নাচের ভিডিও ভাইরাল, (ভিডিও)

বাংলাদেশের সুনামধন্য জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, মাযহি্য ভক্তের অভাব নেই বাংলাদেশে এবং ওপার বাংলা ভারতের। তার সিনেমা দেখার জন্য তার ভক্তরা সিনেমাহলগুলোতে গিয়ে ভিড় করে।

মাহির যেকোন ভিডিও মুহূর্তে ভা’ইরাল হয়ে যায়, মাহির এমন একটি ভিডিও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ফে’সবুকে ভাইরাল হয়েছে, ভিডিওটি এই পোস্টের দিকে দেওয়া হল।

আরোও পড়ুন..’ঢাকার চলচ্চিত্রে প্রসেনজিৎ’
শাপলা মি’ডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘বাবাই’ শিরোনামে একটি চ’লচ্চিত্রে অ’ভিনয় করছেন পশ্চিমবঙ্গের চি’ত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ছবির প্র’যোজক সেলিম খান বলেন, ‘ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ’ভিনয় করছেন। আগামী মাসের শে’ষের দিকে ছবির শুটিং শুরু হবে।’ এ বিষয়ে বি’ডিনিউজ টোয়েন্টিফোর ড’টকমের এক জিজ্ঞাসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপক মোহর জানান, শাপলা মি’ডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে তার আ’লোচনা হয়েছে।

‘বাবাই’ প’রিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি। প্রসেনজিতের বিপরীতে ঢাকার অভিনেত্রী সোহানা সাবা অ’ভিনয় করছেন বলে জানিয়েছে শাপলা মিডিয়া।

তবে এ বিষয়ে সোহানা সাবার কোনও ব’ক্তব্য পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অ’ভিনয় ক’রেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্র’যোজনায়।

টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চ’লচ্চিত্রে অ’ভিনয় করে আসা সোহানা সাবা এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। খবর : বিডিনিউজ’র।

মাহিকে নিয়ে ভিডিওটি উপভোগ করুন..

About khan

Check Also

ষাঁড়ের শিং ধরে বিশাল ষাঁড়ের সঙ্গে লড়াই করছে খুদে শিশু, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় এমন একটি জায়গা যেখানে যে কোন মুহূর্তে যে কোন ভিডিও ভাইরাল হয়ে যায়। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *