



১. ফল পাকানোর জন্য দায়ী কী?
ক. ইথিলিন খ. প্রপিন গ. লাইকোপেন ঘ. মিথিলিন
২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয় খ. খুব কম হয় গ. একই হয় ঘ. বেশি হয়




৩. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
ক. ফিটকিরি খ. চুন গ. সেভিং সোপ ঘ. কস্টিক সোডা
৪. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
ক. গামা রশ্মি খ. বিটা রশ্মি গ. কসমিক রশ্মি ঘ. রঞ্জন রশ্মি
৫. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-




ক. ই-মেইল খ. ইন্টারকম গ. ইন্টারনেট ঘ. টেলিগ্রাম
৬. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন খ. এমাইলেজ গ. রেনিন ঘ. ট্রিপসিন
৭. কীসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
ক. দস্তা খ. সালফার গ. নাইট্রোজেন ঘ. পটাশিয়াম
৮. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?




ক. কৃত্রিম সার প্রয়োগ খ. পানির সেচ
গ. জমিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ. প্রাকৃতিক সার প্রয়োগ
৯. সুনামির কারণ হল-
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত খ. ঘূর্ণিঝড়




গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প
১০. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক. হাইড্রোজেন সরবরাহ করে খ. নাইট্রোজেন সরবরাহ করে
গ. অক্সিজেন সরবরাহ করে
ঘ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে




১১. বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
ক. সংকর ধাতু খ. সিসা গ. টাংস্টেন ঘ. তামা
১২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
১৩. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. সোডিয়াম খ. পটাশিয়াম গ. ম্যাগনেসিয়াম ঘ. জিংক
উত্তর : ১.ক ২.গ ৩.ক ৪.ক ৫.গ ৬.গ ৭.খ ৮.খ ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.ক গ্রন্থনা : তাওফিকুজ্জামান







