



১। ‘যা বলা হয়নি’-এর বাক্য সংকোচন কোনটি?
ক. অউক্ত খ. অব্যক্ত গ. অনুক্ত ঘ. নিরবক্ত
২। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মীর মশাররফ হোসেন গ. রবীন্দ্রনাথ ঠাকুর. ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।




৩। ‘নন্দিনী’-এর প্রতিশব্দ কোনটি?
ক. মীনাক্ষী খ. তনয়া গ. সুন্দরী ঘ. ননদিনী।
৪। ‘কোহিনূর’ পত্রিকাটি সম্পাদনা করেন কে?
ক. এস ওয়াজেদ আলী খ. মুহম্মদ আব্দুল হাই গ. মাহবুবুল আলম ঘ. মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।
৫। খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি?
ক. এটি অত্যন্ত টেকসই
খ. এটি অত্যন্ত কম দামের
গ. এটি সাধারণ মানুষের ব্যবহার্য
ঘ. এটি হাতের তৈরি।




৬। ‘শহীদ জননী’ নামে কে বেশি পরিচিত?
ক. রাজিয়া মাহবুব খ. বেগম সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. বেগম নুসরাত জাহান
৭। পুষ্পারতি শব্দের অর্থ-
ক. ফুলের ক্রন্দন খ. ফুলের ডালা গ. ফুলের মালা ঘ. ফুলের নিবেদন
৮। উপসর্গের কাজ কি?
ক. নতুন শব্দ গঠন করে খ. বিভক্তি নিরূপণ করে গ. যতি সংস্করণ করে ঘ. সর্বনাম তৈরি করে
৯। কোনটি শুদ্ধ শব্দ?
ক. সাক্ষ্যদান খ. সাক্ষীদান গ. সাক্ষীবলা ঘ. সাক্ষ্য উপস্থিত
১০। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
ক. বিভক্তি খ. প্রত্যয় গ. ধাতু ঘ. কৃৎ




১১। ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য হল-
ক. চাঁদ মুখের ন্যায় খ. চাঁদের মতো মুখ গ. চাঁদ রূপ মুখ ঘ. চাঁদ মুখ যার
১২। ‘শেষের কবিতা’ একটি-
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস গ. ছোটগল্প ঘ. নাটক
১৩। ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. ষড়+ঋতু খ. ষড়্+ঋতু গ. ষট্+ ঋতু ঘ. ষট+ ঋতু




১৪। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. শৈত্য খ. শীতল গ. উত্তাপ ঘ. হিম
১৫। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুচণ্ডাল খ. গুরুগম্ভীর
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
১৬। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের বক্তব্য ও বিষয় খ. পত্রের ভাষা
গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
১৭। ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
ক. জাপানি খ. হিন্দি
গ. ইংরেজি ঘ. গ্রিক
১৮। আকাক্সক্ষা, আসক্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
ক. শব্দের খ. কারকের গ. বাক্যের ঘ. সমাসের




১৯. ‘বন্দি শিবির থেকে’-এর বন্দি কে?
ক. শামসুর রাহমান খ. সৈয়দ শামসুল হক গ. শামসুল ইসলাম ঘ. শমসের আলী
২০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
খ. আগুনের পরশমণি গ. চিলেকোঠার সেপাই
ঘ. রাজা যায় রাজা আসে।
উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. খ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান







