২৯ ডিসেম্বর,শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এর পর থেকেই শুরু হয়ে গেছে প্রশ্নের উত্তর বিশ্লেষণ,কতজন টিকাবে আর কাট-অফ মার্ক কত হবে এই নিয়ে তর্ক-বিতর্ক। অনেক রথী মহারথীরা ফেইসবুক গ্রুপ আর পেইজগুলোতে এরই মধ্যে তাদের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ শেয়ার করেছেন। এবার দেখা যাক একটু গাণিতিক বিশ্লেষণঃ




প্রথমেই আসি কাট-অফ মার্ক কি?
প্রতি বিসিএস এ প্রজ্ঞাপনে উল্লিখিত শূন্য পদের বিপরীতে পিএসসি কতজনকে লিখিত পরীক্ষা দেয়ার




সুযোগ দিবে সেটাই নির্ধারণ করে দেয় কাট-অফ মার্ক কত হবে। এই সংখ্যাটাও নির্দিষ্ট নয়। এটা এক বিসিএস থেকে আরেক বিসিএস এ উঠানামা করে। তবে গত তিনটি বিসিএস এর দিকে তাকালে আমরা একটি ধারণা পেতে পারি।




♦৩৫ তম বিসিএস
প্রজ্ঞাপিত শূন্য পদের সংখ্যাঃ ১৮০৩ টি
প্রিলিমিনারি তে উত্তীর্ণঃ ২০,৩৯১ জন
শূন্য পদের বিপরীতে উত্তীর্ণের অনুপাতঃ১১.৩১




♦৩৬ তম বিসিএস
প্রজ্ঞাপিত শূন্য পদের সংখ্যাঃ ২১৮০ টি
প্রিলিমিনারি তে উত্তীর্ণঃ ১৩,৮৩০ জন
শূন্য পদের বিপরীতে উত্তীর্ণের অনুপাতঃ ৬.৩৪
♦৩৭ তম বিসিএস




প্রজ্ঞাপিত শূন্য পদের সংখ্যাঃ ১২২৬ টি
প্রিলিমিনারিতে উত্তীর্ণঃ ৮,৫২৩
শূন্য পদের বিপরীতে উত্তীর্ণের অনুপাতঃ ৬.৯৫
এবার আসা যাক গত তিনটি বিসিএসের আলোকে ৩৮ তম তে কতজন টিকাতে পারে…
♦ ৩৮ তম বিসিএস




প্রজ্ঞাপিত শূন্য পদের সংখ্যাঃ ২০২৪ টি
৩৫ তম অনুযায়ীঃ
২০২৪x১১.৩১= ২২,৮৯১ জন
৩৬ তম অনুযায়ীঃ
২০২৪x৬.৩৪= ১২,৮৩২ জন




৩৭ তম অনুযায়ীঃ
২০২৪x৬.৯৫= ১৪,০৬৬ জন
এবারের প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলা,ইংরেজি আর বাংলাদেশ বিষয়াবলি তুলনামূলক সহজ হলেও উত্তরের অপশনগুলো অনেক কনফিউজিং এবং অন্যান্য বিষয়ের প্রশ্নের কাঠিন্য ও আদর্শমান ঠিক থাকলেও কিছু প্রশ্নের প্রিন্টিং মিস্টেক পরীক্ষার্থীদের অনেক বেশি বিভ্রান্ত করেছে। যার ফলে দুই-তিন বার বিসিএস দেয়া অভিজ্ঞরা তুলনামূলক ভালো করলেও অধিকাংশরাই নেগেটিভ মার্কিং এর ফাদে পড়ে গেছে।




এখন পিএসসি যদি ৩৫ বিসিএস এর ট্রেন্ড ফলো করে ২২ হাজার প্লাস টিকানোর চিন্তা করে তখন কাট-অফ মার্ক হবে ১০০ থেকে ১০৫ এর মধ্যে।
৩৬ তম’র ট্রেন্ড ফলো করে ১২ হাজার প্লাস টেকালে ১১০ থেকে ১১৫ এর মধ্যে হবে।




৩৭ তম’র ট্রেন্ড ফলো করে ১৪ হাজার প্লাস টেকালে কাট-অফ মার্ক ১০৫ থেকে ১১০ এর মধ্যে হবে।