Tuesday , May 11 2021
Breaking News
Home / Entertainment / বিয়ের মন্ত্র দারুন মজার ছলে ছড়ার মতো বলে যুবক-যুবতীর বিয়ে দিলেন ঠাকুর মশাই, তুমুল ভাইরাল ভিডিও!

বিয়ের মন্ত্র দারুন মজার ছলে ছড়ার মতো বলে যুবক-যুবতীর বিয়ে দিলেন ঠাকুর মশাই, তুমুল ভাইরাল ভিডিও!

-বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া হল এমন এক ধরনের প্লাটফর্ম যেখানে নিজের কোনো ঘটনা বা আমাদের আশেপাশে কোন ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া যেতে পারে পৃথিবীর আনাচে-কানাচে। শুধুমাত্র যে প্রতিভা তুলে ধরা যায় এমনটা কিন্তু নয় ।

এর পাশাপাশি ছোটখাটো জীবনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেও অনেক সময় বিভিন্ন মানুষ পৌঁছে গেছেন পৃথিবীর সর্বত্র । এর পাশাপাশি এই দীর্ঘ লকডাউন মানুষ রীতিমতো গৃহবন্দি । যার ফলে একঘেয়েমি গ্রাস করছে তাদের জীবনকে এবং সেটি কাটিয়ে তুলতে মূলত তারা মুখ গুজে সোশ্যাল মিডিয়াতে ।

সোশ্যাল মিডিয়া অনেক সময় শিক্ষাক্ষেত্র হয়ে ওঠে আমাদের কাছে । অর্থাৎ এই মিডিয়াতে যে সব সময় রাজনৈতিক বা আলাদা কোন ধরনের ঘটনা দেখা যায় এমনটা কিন্তু নয় ।এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমরা দেখতে পাই এই সোশ্যাল মিডিয়ার দরুন । আর এবার ঠিক সেরকমই একটি হলো । যেটি অবাক করে দিয়েছে নেট দুনিয়ার সমস্ত দর্শকদের। ফের আরও একবার মনে জাগিয়ে তুলেছে বিশ্বাস ।

আমরা এই সোশ্যাল মিডিয়ার দরুন অনেক কিছু দেখতে পাই । কখনো কোন বাচ্চা ছেলের শিশুসুলভ আচরণ তো । কখনো গান গেয়ে ওঠা রিক্সাওয়ালা । বিভিন্ন ধরনের ঘটনা মাঝেও মানুষ খুঁজে পাই ক্লান্তি বা অবসাদ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র ।

কারণ এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে খারাপ আর মৃত্যু সংবাদ শুনতে শুনতে রীতিমত ভারাক্রান্ত হয়ে উঠেছে মন । তাই কিছুটা শান্তি খুঁজছে মানুষ এবং সেই শান্তির জন্য মুখ গুজেছে সোশ্যাল মিডিয়া তে বর্তমান যুগে । সোশ্যাল মিডিয়া মানুষকে নিরাশা করেনি কখনো এবার ঠিক সেরকমই একটি ঘটনা ঘটল ।

সাধারণত বিয়ে হল এমন এক ধরনের অঙ্গীকার যেখানে নির্ভর করে সারা জীবনের দায়িত্ব। তাই ভেবে চিন্তে বিয়ে করা উচিত । বিয়ের এই মৌসুমে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে পুরোহিত বিয়ের মন্ত্র নয় বরং সম্পূর্ণ আলাদা রকমের মন্ত্র পড়ছে ।

অর্থাৎ ডাক্তারি পড়া মেয়েকে বিয়ে করলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েকে বিয়ে করলে পরিণতি কী হতে পারে টা তিনি মন্ত্রের মাধ্যমে উচ্চারণ করছেন অভিনব কায়দায় এই বিয়ে রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। তার পাশাপাশি বিভিন্ন কৌতুহলী মন্তব্য এসেছে ভিডিও কে কেন্দ্র করে ।

About khan

Check Also

বিয়ের দাওয়াত খেতে এসে, দীর্ঘ ১৫ বছর পর মায়ের সন্ধান পেলো ছেলে!

প্রায় সময় অনেক প’রিবারের খুব কাছের মানুষ হারিয়ে যায়। আর এই সকল কাছের মানুষের খুঁজে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *