এই মুহূর্তে শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) রয়েছেন লন্ডনে। সেখানে চলছে রবিন নাম্বিয়ার (Rabin Nambiar) পরিচালিত ফিল্ম ‘ডিয়ার ডি’-র শুটিং। এর আগে লন্ডনেই অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র বিপরীতে একটি বাংলা ফিল্মের শুটিং সেরেছেন শ্রাবন্তী।
কিন্তু এবার শ্রাবন্তীর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পাওয়া গেল রীতিমত চমকে দেওয়া খবর। বলিউডে পা রাখতে চলেছেন শ্রাবন্তী। সম্প্রতি শ্রাবন্তী ও রিয়েলিটি শো প্রতিযোগী এবং বক্সার ইদ্রিস ভার্গো (Idris Virgo) ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।
ছবিতে ইদ্রিসের পরনে রয়েছে নীল ডেনিম ও সাদা শার্ট। শ্রাবন্তী পরেছেন কমলা রঙের ড্রেস ও ব্রাউন রঙের লং কোট। ছবির ক্যাপশনে ইদ্রিস লিখেছেন, তিনি তাঁর প্রথম বলিউড প্রজেক্টে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তীর সাথে।
পরবর্তী ফিল্মের জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলে জানিয়েছেন ইদ্রিস। একই সাথে আরও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রয়েছেন শ্রাবন্তী ও কয়েকজন বিদেশি শিল্পী। তাঁরাও খুশি বলিউডে অভিনয় করতে পেরে। কিন্তু এখনও অবধি জানা যায়নি বলিউড ফিল্মটির ব্যাপারে।
কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।