===প্যাসেজ বা কম্প্রিহেনশন===




বিসিএস ও ব্যাংক উভয় পরীক্ষাতেই একটা প্যাসেজ আসে প্যাসেজটার বিষয়বস্তু সম্পর্কিত পাঁচ থেকে দশটি প্রশ্ন থাকে এবং সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হয় কোন অপশন থাকে না ভার্সিটি ভর্তি পরিক্ষায় ছোট প্যাসেজ থাকলেও চাকরির পরীক্ষায় প্যাসেজটা একটু বড়ই দেওয়া থাকে সময়ও পাবেন অনেক অল্প তাই প্যাসেজ থেকে দ্রুততার সাথে প্রশ্নের উত্তর খুঁজে বের করে মানসম্মত উত্তর লেখাটা একটু কঠিন কিন্তু কিছু কৌশল অবলম্বন করে আপনি সেটাকে কিছুটা সহজ বানিয়ে ফেলতে পারেন কী সেই কৌশল?




প্রথমে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বেন এবং প্রতিটি প্রশ্নের মুল শব্দটি মানে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা দাগিয়ে রাখবেন তারপর? তারপর আর কী! প্যাসেজটি পড়া শুরু করবেন প্রশ্নে দাগানো মূল শব্দগুলো প্যাসেজের যে লাইনে পাবেন সেই লাইনটা ভালো করে পড়বেন এবং প্রশ্নের দিকে তাকাবেন কিছু বুঝা যায়? আমি বলতে চাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই উত্তরটা ওখানেই লুকিয়ে থাকে উত্তর পেলেই কি হুবহু লিখে ফেলবেন? না, হুবহু লিখবেন না একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে লিখবেন নিজের মতো করে লিখতে গিয়ে যাতে টেন্স পরিবর্তন হয়ে না সেদিকে খেয়াল রাখবেন কারণ প্রশ্নটি যে টেন্সে থাকবে উত্তরটাও সেই টেন্সেই




লিখতে হবে যদি ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে লিখতে না পারেন তাহলে অন্তত সিনোনিম বা এন্টোনিম ব্যবহার করে একটু ভিন্নতা আনার চেষ্টা করবেন সেক্ষেত্রে বাক্যের অর্থ যাতে পরিবর্তন হয়ে না যায় সেদিকে তীক্ষ্ম দৃষ্টি রাখবেন প্রশ্নে অনেক সময় সামারি বা টাইটেল লেখার কথা বলা হয় এটা নিয়েও ঘাবড়ানোর কিছু নাই সাধারণত একটা প্যাসেজের প্রথম কয়েক লাইন ও শেষ কয়েক লাইনের মধ্যেই এর মুলভাব নিহিত থাকে তাই পুরো প্যাসেজ পড়ে সময় নষ্ট করার দরকার নাই প্যাসেজের প্রথম কয়েক লাইন ও শেষ কয়েক লাইন মনোযোগ দিয়ে পড়ুন বিসিএস পরীক্ষার ক্ষেত্রে লেটার বা ফিচার রাইটিংয়ের টপিকটার দিকে লক্ষ্য করলেই অনেকটা বুঝতে পারবেন সামারি বা টাইটেল কী হতে পারে যাহোক,




যেকোন গাইড বই থেকে কিছুদিন প্যাসেজ অনুশীলন করুন দেখবেন সব লাইনে চলে আসবে যারা অনলাইনে পড়তে চান তারা our reading course লিখে ইন্টারনেটে সার্চ দিন তারপর ওয়েবসাইটে প্রবেশ করে প্যাসেজগুলো সলভ করুন বিসিএস পরীক্ষায় এই ওয়েবসাইট থেকে প্যাসেজ এসেছিল। সুতরাং ব্যাংক পরীক্ষাতেও আসতে পারে না আসলে আবার আমকে দায়ী করবেন না আমি আপনাকে অনুশীলন করার জন্য পরামর্শ দিলাম মাত্র