









লক্ষ্মীপুজোর আগেই সুপার খবর, ফের কলকাতায় সোনার দামে পতন হয়েছে ৷ শহরে ২২ ক্যারাট সোনার দামে সাড়ে ১১ হাজারের বেশ পতন হয়েছে ৷





কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৯১০ টাকা (কমেছে ৯০ টাকা), ৮ গ্রামের দাম ৩৯,২৮০ টাকা (কমেছে ৭২০ টাকা), ১০ গ্রামের দাম ৪৯,১০০ টাকা (কমেছে ৯০০ টাকা), ১০০ গ্রামের দাম ৪,৯১,০০০ (কমেছে ৯,০০০ টাকা) ৷





২২ ক্যারাটের মত ভারী পতন না হলেও ২৪ ক্যারাট সোনার দামেও এসেছে পতন ৷ ২৪ ক্যারাট সোনার





১ গ্রামের দাম ৫,২৭১ টাকা (কমেছে ৯ টাকা), ৮ গ্রামের দাম কমেছে ৪২,১৬৮ টাকা (কমেছে ৭২ টাকা), ১০ গ্রামের দাম ৫২,৭১০ টাকা





(কমেছে ৯০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,২৭,১০০ টাকা (কমেছে ৯০০ টাকা) ৷ শুধুই ২২ ক্যারাট নয়, ২৪ ক্যারাট মিলে সোনার মোট দাম কমেছে সাড়ে ১১ হাজার টাকারও বেশি ৷


































