









জানুয়ারি থেকে নতুন পদ্ধতিতে শিক্ষকদের বেতন





নববর্ষের উপহার হিসেবে আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমে




শিক্ষকদের বেতন ভাতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।





নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য গঠিত টেকনিক্যাল কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। নতুন বছর থেকেই ইএফটির মাধ্যমেই শিক্ষকরা বেতন পাবেন বলে আশা





করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়। কর্মকর্তারা জানান, মূলত সরকারি চাকরিজীবীদের গৃহঋণ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।







































