









মন’কাড়া অভিনয়ের জন্য যার খ্যাতি ছ’ড়িয়ে আছে সারা বিশ্বে। সে আর কেউ নয় টালিউ’ডের জ’নপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছুদিন আগেই তিনি পুত্র সন্তানের মা হ’য়েছেন। কিন্তু এতদিন তিনি সন্তানের নাম’করণ করেননি। অব’শে’ষে মহা’ষ্ট’মীতে ছে’লের নাম রা’খলেন এই অভি’নেত্রী।





সনাতন ধ’র্মানু’সারী’দের কাছে প্রত্যে’কটি পূজার মা’হাত্ম্য’ই আলা’দা হয়ে থাকে। তেমনি অষ্ট’মীর মাহা’ত্ম্যও আলা’দা। সবার বিশ্বা’স, এই দিন দুর্গা’দেবী সবার প্রতি সদয় হন, বর দেন। তাই হয়’তো ছেলের নাম’করণের জন্য এই বিশেষ দিনটি’কেই বেছে নিলেন কলকা’তার জনপ্রিয় অভি’নেত্রী কো’য়েল মল্লিক। তিনি ছেলে’র নাম রাখলেন কবীর।





স্বামী-সন্তান নিয়ে সোশ্যাল পেজে শনিবার (২৪ অক্টোবর) প্রকা’শ্যে আসেন রঞ্জিত মল্লিকের একমাত্র আদরের মেয়ে কোয়েল। শেয়ার ক’রেছেন সন্তানের নতুন নাম।










ছবিতে কোয়ে’লের পরণে ছিল সাদা জমি’নের তসরে নানা রঙের ফে’ব্রিক শাড়ি, লাল ব্লাউ’জ। লাল পা’ঞ্জাবিতে’ স্বামী নিস’পাল সিং রানে’ রঙিন। আর তা’দের স’ন্তান কবীর হাজির হয়ে’ছে হলুদ পা’ঞ্জাবিতে।





জ’ন্মের পর একবার সামা’জিক যোগা’যোগমাধ্যমে ঝলক দেখাতে হাজির হয়ে’ছিল কবীর। তারপর উধাও। প্র’য়োজনে কো’য়েল ও তার স্বামী নিসপাল সিং রানে সংবাদ’মাধ্যম বা সোশ্যাল পেজে আসে’ন। কখ’নোই কবীর’কে সামনে আনেননি। ফলে কো’য়েলের ছেলেকে নিয়ে কৌ’তূহল জমাট বে’ধে’ছিল অনু’রাগী’দের মনে।





সেই জমাট বা’ধা কৌ’তুহলে’রই বি’স্ফো’রণ হলো ২৪ অক্টো’বর মহা অষ্ট’মীর স’ন্ধ্যাবেলা’য়। সবার ভা’লোবাসা আর আ’শির্বাদে ভেসে যাচ্ছে কবীর।





























