Breaking News

ছেলেদের যেসব দেখে ল’জ্জায় লাল হয়ে যায় মেয়েরা!

ছেলেরা যেমন মেয়েদের দেখে ঠিক তেমনি মেয়েরাও ছেলেদের দেখে। প্রথম দেখাতে ছেলেরা মেয়েদের মুখ আর বুক ছাড়া কিছুই দেখে না। কিন্তু মেয়েরা তা করে না, প্রথম দেখার পর তারা কয়েক মিনিটেই একজন পুরুষকে মেপে ফেলার চেষ্টা করে।দর্শনদারির ভিত্তিতেই এই মাপামাপি।

উচ্চতা, ওজন এবং সামগ্রিক শারীরিক আকর্ষণীয়তার পাশাপাশি পুরুষের হাসি, রসবোধ ও আ’ত্মবিশ্বা’স লক্ষ করে মহিলারা। প্রথম দেখাতে একজন পুরুষের শরীরের যে জিনিসগু’লো দেখে তা হল-মহিলারা প্রথমেই যা কিছু খেয়াল করেন সে তালিকার প্রথম’দিকেই আছে উচ্চতা এবং ওজন।

কোনো পুরুষ খুব বেশি লম্বা, মোটা বা খাটো হলে তার এই শারীরিক গঠনের কারণে শুরুতেই তার বি’ষয়ে একটা সি’দ্ধান্তে চলে আসতে পারেন কোনো কোনো মহিলা। ফলে তার অন্য মানবিক গু’ণাবলি লক্ষ করার বি’ষয়ে আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

অবশ্য মহিলারা তার নিজের উচ্চতা এবং ওজনের নিরিখেই পুরুষের এই শারীরিক বৈশিষ্ট্যের গ্রহণযোগ্যতা বিচার করেন।চেহারার সৌন্দর্য হচ্ছে সেই গু’ণের নাম যা জন্মসূত্রে পাওয়া। কিন্তু কেবল সুন্দর হলেই তো হবে না। একজন পুরুষ নিজেকে

যত্ন করেন, সেটা খেয়াল করে মহিলারা। চুল, নখ থেকে শুরু করে কাপড়চোপড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বি’ষয়টি খুবই গু’রুত্বপূর্ণ বিবেচনায় রাখে মহিলারা।একনজরে দেখে নিয়ে মেপে ফেলার পর পুরুষের মুখের হাসি দেখার অ’পেক্ষায় থাকে মেয়েরা।

হাসবার ক্ষমতা, বিশেষত দেখা হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যেই পুরুষের হাসি মহিলাদের কাছে একটা স্বাগত বার্তার মতো।অবশ্য হাসবার আগে মাথায় রাখতে হবে নিজের দাঁতের কথাও।

অ’পরিচ্ছন্ন দাঁত নিয়ে কোনো মহিলার সামনে হাসলে লাভের চেয়ে লোকসানই বেশি হবে। আর দাঁতের অন্য কোনো সমস্যা থাকলেও সেটা সারাতে দন্ত্য চিকিত্সকের কাছে ঘুরে আসাই ভালো।

About admin

Check Also

এই তিন অক্ষরের নামের মে’য়েরা নিজের স্বামীতে সন্তু’ষ্ট হয়না…

বিয়ে মানে এক নতুন জীবনে পদার্পণ, দুজনে হাতে হাত রেখে সকল বাঁধা কাটিতে সারা জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *