২০১৯ সালে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। দুই বছর চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন। গ্র্যাজুয়েট হয়েও পরবর্তীতে চায়ের দোকান দেন ভারতের পাটনার বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা। সেই টং দোকানের নাম দেন ‘গ্র্যাজুয়েট চা-ওয়ালী’। এবার সেখানে গেলেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা।
পাটনার উইমেন’স কলেজের পাশে অবস্থিত সেই দোকানে বিজয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রিয়াঙ্কা। এরপর অভিনেতা সেখানে চা পান করেন। মূলত ‘লাইগার’ সিনেমার প্রচারের অংশ হিসেবেই প্রিয়াঙ্কার চায়ের দোকানে গিয়েছিলেন বিজয়।
‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয়। গত ২ জুলাই সিনেমাটির পোস্টার প্রকাশ্যে এসেছে, যা নেটমাধ্যমে হইচই ফেলে দিয়েছিলো। কারণ, পোস্টারটিতে বিজয়ের পরনে কোনো পোশাক নেই। শুধু হাতে বক্সিং গ্লাভস। একগুচ্ছ গোলাপ নিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করেছেন নায়ক।
পোশাক ছাড়া নায়কের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা উভয়ই হয়েছে। নেটিজেনদের কেউ কেউ বিজয়ের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ ‘হট’ তকমা দিচ্ছেন। তবে কেউ আবার বিজয়ের এমন বেশভূষা কটু চোখে দেখছেন।
করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’-এ বিজয়ের সঙ্গী হয়েছেন অনন্যা পাণ্ডে। পর্দায় তাদের কেমিস্ট্রি ফুটিয়ে তুলছেন পরিচালক পুরী জগন্নাথ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মাইক টাইসন, বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণাণ এবং রণিত রয়। আগামী ২৫ আগস্ট সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। আপাতত সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়।