Monday , June 14 2021
Breaking News
Home / Exception / গর্ভবতী অবস্থায় অনুষ্কাকে মাথা উপরে পা নিচে করে এ কি করাচ্ছেন বিরাট? তু’মু’ল ভাইরাল ভিডিও!

গর্ভবতী অবস্থায় অনুষ্কাকে মাথা উপরে পা নিচে করে এ কি করাচ্ছেন বিরাট? তু’মু’ল ভাইরাল ভিডিও!

ক্রিকেটর বিরাট কোহলি প্রথম থেকেই নিজের ফিটনেসের জন্য অনুরাগীদের চর্চার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়াই দায়, যিনি ক্রিকেট পছন্দ করেন আর বিরাট কোহলিকে পছন্দ করেন না।কিন্তু জানেন কি, নিজেকে ফিট রাখার জন্য বিরাট কোহলি কতটা নিয়মে থাকেন!

এবার তার পরিচয় মিলছে তার স্ত্রী অনুষ্কার পোস্টেও। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুষ্কা শেয়ার করেছেন একটি ছবি।তাতে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থাতেও শীর্ষাসন করছেন তিনি।

তাঁকে সাহায্য করছেন স্বয়ং বিরাট!ছবিটি পুরনো। আপাতত সেই ছবিই শেয়ার করেছেন অনুষ্কা। যা থেকে স্পষ্ট, গ-র্ভ-ব-তী হওয়ার পরও বরাবরের যোগাসনের অভ্যাস থেকে বিরত হননি তিনি।

যোগাসনের মধ্যে শীর্ষাসন অত্যন্ত ক-ঠিন কিন্তু ছবিতে তাকে এই আসনই করতে দেখা যাচ্ছে বিরাটের সাহায্যে। তবে সাবধানতার জন্য দেওয়ালের পাশেই ব্যায়ামটি করতে দেখা যাচ্ছে তাঁকে। অনুষ্কা তাঁর পোস্টে লিখেছেন, খুব বেশি ঝুঁ-কে যে যোগাসন-গু-লি করতে হয় সে-গু-লি বাদ দিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে বাকি-গু-লি করছেন।

কিন্তু তাতেও রয়েছে স্বামী বিরাটের সাহায্য। অজি সিরিজের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। জীবনের এমন মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চান ভারত অধিনায়ক।উল্লেখ্য আগামী জানুয়ারিতেই বিরুষ্কার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

About khan

Check Also

গরুর পু-রু-ষা-ঙ্গ ধরে ঝুলছে ছোট্ট বাঁদর, অনেক চেষ্টাতেও গরু সরাতে পারলোনা বাঁদরকে, ভাইরাল ভিডিও!

সো’শ্যাল মিডিয়ায় আমরা নানান ধরনের ভা’ইরাল ভিডিও দেখতে পাই যেই ভিডিওগুলি আ’মাদেরকে অ’ত্যন্ত আনন্দ দান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *