







# পররাষ্ট্র (দিলে প্রথমে, না দিলে বাদ)




# প্রশাসন/কাস্টমস/ট্যাক্স/পুলিশ/অডিট (আপনার পছন্দ অনুসারে ইচ্ছেমতো সাজিয়ে নিন)
# স্বাস্থ্য/প্রকৌশল/কৃষি/আনসার/বন/খাদ্য/বাণিজ্য /শিক্ষা/ তথ্য/রেল/ডাক/সমবায়/পরিবার পরিকল্পনা (যার যেমন সুবিধা, ইচ্ছে)




মনে রাখবেন,
1. আবেগে, সার্কুলারে পদের সংখ্যা দেখে চয়েজ দিবেন না।
2. যদি আপনার স্বামী বা স্ত্রী চাকরিজীবী হয় তাহলে চয়েজ ঠিক করার আগে ভেবে নিন। অনেক সার্ভিসে পরিবার থেকে দূরে থাকতে হবে।
3. সমাজের চোখ না দেখে নিজের মনকে বুঝার চেষ্টা করুন।




4. চাকরি মানে চাকরি, কাজ করবেন, মাস শেষে বেতন পাবেন, খুব বেশি প্রত্যাশা নিয়ে চাকরিতে আসবেন না।
5. সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনি হয়তো শুনেছেন, সরকারি চাকরি মানে টাকা আর টাকা(অবৈধ); দিন বদলাচ্ছে, বদলাইছে! অনেক টাকার মালিক হতে চাইলে ব্যবসা বা অন্য কিছু করুন। আর সত্ থেকে দেশসেবা করতে চাইলে সরকারি চাকরিতে আসুন।
জোনায়েদ হোসেন
বিসিএস তথ্য (35), বিসিএস কর (36), বিসিএস প্রশাসন (37)







