ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।
খুব শিগগির ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। তার অভিনীত ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে ইতোমধ্যে কলকাতায় গিয়েছেন নায়িকা। অপু বিশ্বাস কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনেমাটির টিম।
কলকাতা থেকে অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, আগামী ২৫ আগস্ট পর্যন্ত কলকাতায় থাকব। আমি সবসময় সিনেমার প্রচারে অংশ নিতে চেষ্টা করি। আর তাই ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতেই কলকাতায় এসেছি। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি, সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের সঙ্গী হয়েছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন পরমব্রত চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসু প্রমুখ।
এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।