









এক পা নেই, তবুও ইচ্ছে শক্তির জোরে ক্র্যাচে ভর দিয়ে চাষাবাদ! – এক পা নেই, চলাফেরার জন্য ভরসা ক্র্যাচ। তবে তা সত্ত্বেও তিনি পরনির্ভরশীল হয়ে পড়েন নি। মনের জোরে, অদম্য চেষ্টায় এক পা না থাকা অবস্থাতেই ক্র্যাচে ভর করে মাঠে চাষ করছেন। রীতিমতো জল-





কাদায় নেমে কোদাল দিয়ে মাটি কাটছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক আত্মনির্ভরশীল দেখা পাওয়া গেল। ইচ্ছে থাকলেই উপায় হয় এই প্রবাদ বাক্যকে বাস্তবায়িত করেছেন এই চাষী। শারীরিক দিক দিয়ে তিনি অন্যান্যদের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও মনের জোরে তিনি





সেই পিছিয়ে থাকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে কারনেই তিনি আর পাঁচটা মানুষের মতোই জীবনের অন্যতম ধর্ম কর্মকে সঙ্গী করে কোদাল হাতে মাঠে নেমেছেন। আর এমন অনন্য চাষির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আইএফএস অফিসার মধুমিতা। সোশ্যাল





মিডিয়ায় আপলোড হওয়া ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই চাষী এক হাতে ক্র্যাচ এবং অন্য হাতে কোদাল নিয়ে জমিতে জল ধরে রাখার জন্য মাঠের মাটি কেটে আলে দিয়ে সমান্তরাল করছেন। এক জায়গায় মাটি কেটে আলে দেওয়ার পর আবার কিছুটা এগিয়ে





যাচ্ছেন, আবার মাটি কাটছেন। আর মাটি কাটার সময় যে পায়ের বেশিরভাগ অংশ নেই সেই পা টিকে ক্র্যাচের মধ্যে রেখে ভারসাম্য বজায় রাখছেন।মিডিয়ায় আপলোড হওয়া ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই চাষী এক হাতে ক্র্যাচ এবং অন্য হাতে কোদাল নিয়ে





জমিতে জল ধরে রাখার জন্য মাঠের মাটি কেটে আলে দিয়ে সমান্তরাল করছেন। এক জায়গায় মাটি কেটে আলে দেওয়ার পর আবার কিছুটা এগিয়ে যাচ্ছেন, আবার মাটি কাটছেন। আর মাটি কাটার সময় যে পায়ের বেশিরভাগ অংশ নেই সেই পা টিকে ক্র্যাচের মধ্যে রেখে ভারসাম্য বজায় রাখছেন।





























