









লিউশন খুলে অলরেডি বিগত বছরের গণিত প্রশ্নগুলোর সমাধান করা শুরু করবে। কারণ চাকরি নিয়োগের সব গণিতই মাধ্যমিক লেভেলের, যা এতদিন তুমি তোমার স্টুডেন্টদের করিয়ে এসেছো। পার্থক্যটা কত বড় দেখতে পাচ্ছ?





আমি সত্যজিৎ মনে করি, তোমাকে সাধারণ জ্ঞানের জন্য অসাধারণ কিছুই করতে হবেনা। শুধু নিয়মিত পেপার পড়ো। দেখবে পৃথিবীর কোথায় কী হচ্ছে এগুলো যখন অন্যরা মুখস্ত করবে, তখন এগুলো দেখে তোমার হাসি পাবে। কারণ তুমি এগুলো নিয়মিত পেপারে পড়েছো কাহিনীর মত।





ধরে নিচ্ছি তুমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে। এখন থেকেই যদি তুমি নিয়মিত ৫ টা করে ভোকাবুলারি শেখা শুরু কর তবে বাকি ৩টা বছরে তুমি ১০৯৫ দিন সময় পাচ্ছ। দিনে ৫ টা ওয়ার্ড শিখলে ৩ বছরে অর্থাৎ ১০৯৫ দিনে তোমার ভোকাবুলারির ভান্ডারে জমা পড়বে ৫৪৭৫টা ওয়ার্ড। এই ৫৪৭৫ টা ওয়ার্ড হলো সেই ওয়ার্ড যেগুলো তোমার কাছে সম্পূর্ণ নতুন। জিআরই যারা করে তাদের ভোকাবুলারির হট লিস্ট দেয়া এর অর্ধেক। তার মানে তুমি কতটা এগিয়ে যাবে একবার ভাবো।





তাই বলছি, অযথা অনার্স থেকে এমপি থ্রি আর সাধারণ জ্ঞানের পেছনে না ছুটে বরং টিউশন করাও। এতে করে তোমার ক্যারিয়ারের প্রস্তুতিটাও হয়ে যাবে, সে সাথে পুরো অনার্স লাইফে তুমি নিজের টাকায় নিজে পড়াশোনা করে পুরো পৃথিবীকে একবার চিনতে পারবে। টিউশন করানো ছেলে মেয়েগুলো সাধারণত যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন হয় তারা পৃথিবীকে যতটা বুঝতে পারে, অন্যরা তার ধারে কাছেও যেতে পারেনা।





শুভ কামনা সবার জন্য।
Satyajit Chakraborty
Writer, Public Speaker & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
























